শাহরুখ খানের মেয়ে সুহানা বলিউডে পা রাখছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শোনা যাচ্ছে পরিচালক করণ জোহরের প্রযোজনা ও পরিচালনার ছবিতে কাজ করতে যাচ্ছেন সুহানা। ডিএনএ-র খবর অনুযায়ী, স¤প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভালভাবেই পারফর্ম করেছেন। শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হওয়া অসম্ভব কিছু নয়। তবে শাহরুখ ছেলে-মেয়ের পড়াশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ১৯ বছরের পুত্র আরিয়ানের বিষয়ে যতবার জল্পনা তৈরি হয়েছে, ততবারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন। তবে সুহানার বলিউডে যাত্রা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ বা করণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন