এনটিভিতে আজ রাত ১১.১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তোমায় নিয়ে’। ওসমান সজীবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী। অভিনয় করেছেন- ইমন, শখ, আনন্দ খালেদ, জাহের আলভী, গোলাম রাব্বানী পিন্টু, ফারিয়া রিয়া প্রমুখ। ‘জন ফেসবুকে মারজানকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। জন অনেক চেষ্টা করেও কোন সাড়া পায়নি। মারজান একদিন ফেসবুকে একটা শাড়ির ছবি শেয়ার দিয়ে লেখে, এই শাড়িটা আমার চাই ই চাই, কেউ কী গিফট করবে? স্ট্যাটাসটা জনের চোখ এড়ায়না। সে মারজানের ঠিকানা জোগাড় করে শাড়িটা কুরিয়ার করে পাঠিয়ে দেয়। মারজান অবাক হয়। তারপর থেকে জন ও মারজানের যোগাযোগ বাড়তে লাগল। এভাবে বেশকিছু দিন কেটে গেল। যেদিন জন সরাসরি মারজানকে ভালোবাসার কথা বলবে সেদিন হুট করে মারজানের অতীতের কথা মনে পড়ে যায়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন