শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন মাধুরী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এবার সঙ্গীতশিল্পী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন মাধুরী দিক্ষীত। আগামী বছরের শুরুর দিকে তার গাওয়া তিন গানের প্রথম ইপি অ্যালবাম দ্য ফিল্ম স্টার প্রকাশিত হবে। অ্যালবামটির সিঙ্গেল হিসেবে বের হবে তু হ্যায় মেরা। এটি উৎসর্গ করা হচ্ছে মাধুরীর ভক্তদের। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন রয়েছে এতে। ধ্রুপদী ভারতীয় লোকজ ঘরানার সঙ্গে পশ্চিমা পপসংগীতের ফিউশনে সাজানো হয়েছে এটি। মাধুরী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সৌন্দর্যটা জানেন এমন একদল প্রতিভাবানের সঙ্গে কাজ করতে পারা আনন্দের ব্যাপার। শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এমন কিছু করতে চেয়েছি আমরা। তিনি বলেন, শুরু থেকেই গান-বাজনা আমার জীবনের অংশ। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কৃতজ্ঞতা থেকে গানেই নতুন অধ্যায় শুরু করতে চেয়েছি। তাদের করা প্রশংসাকে উদযাপনের জন্য এর চেয়ে ভালো পথ আর কী হতে পারে! এদিকে প্রযোজনায় আসার খবর এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান মাধুরী। তিনি লিখেছিলেন, ক্যামেরার সামনে অনেকটা সময় কেটেছে আমার। দীর্ঘ সময় নানান রঙের চরিত্রকে প্রাণ দিয়েছি। এবার ক্যামেরার পেছনে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ¡সিত। মারাঠি পারিবারিক বিনোদনমূলক ছবি প্রযোজনা করতে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন