কবি মোশাররফ করিম। কবিদের যে রকম স্বভাব থাকে মোশাররফ তার উল্টো। কবিদের মত নম্র না। কিন্তু প্রেমিকা মিলির প্রেমে পড়ে তার স্বভাবব পাল্টাতে থাকে। এত নানা বিপদে পড়তে থাকে মোশাররফ। এ রকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক একক নাটক: সদা ভয় সদা লাজ। রচনা: জুয়েল এলিন, পরিচালনা: শামস করিম, অভিনয়ে: মোশররফ করিম, ফারহানা মিলি প্রমুখ। প্রচার হবে আজ রাত ৮ টা ৩০ মিনিটে আরটিভিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন