নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমাটির নাম আমার সিদ্ধান্ত। পরিচালনা করবেন মোহাম্মদ আসলাম। গত বুধবার থেকে রাজধানী উত্তরার একটি শূটিং হাউসে এর শূটিং শুরু হয়েছে। এ সিনেমায় শিলা ইমনের বিপরীতে অভিনয় করছেন। শিলা বলেন, ইমন ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। আশা করছি, আমাদের জুটির অভিনয় দর্শকদের কাছে ভালো লাগবে। তিনি বলেন, এতে আমার চরিত্রটি গোয়েন্দা অফিসারের। এ ধরণের চরিত্রে এর আগে কাজ করা হয়নি। চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। চেষ্টা করবো যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য। এদিকে শিরিন শিলা অভিনীত এক কোটি টাকা এবং মন নিয়ে লুকোচুরি নামের দুটি সিনেমা রয়েছে নির্মাণাধীন। ছটকু আহমেদ পরিচালিত ডিপজলের প্রযোজনায় এক কোটি টাকা সিনেমার একটি গান বাকি এবং মন নিয়ে লুকোচুরির অর্ধেক শূটিং শেষ হয়েছে বলে জানান শিরিন শিলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন