এবার ঢাকায় ঈদ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঈদের দিন সন্তানকে সময় দিয়েছেন, বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছেন। শাবনূরের মা আমিনা খাতুন জানান, ঈদের দিন সকাল থেকেই পরিবারে সব কাজ শাবনূর নিজেই করেছে। সবচেয়ে ব্যস্ত ছিল সন্তানকে নিয়ে। একটু পরপর ছেলের ড্রেস চেঞ্জ করেছে, সুন্দর সুন্দর কাপড় পরিয়েছে, আমার নাতিও অনেক এনজয় করেছে। বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছে। মাংস ঘরে আসার পর নিজেই রান্না করেছে। একটু ভোজনপ্রিয় আমার মেয়েটা। সে খেতে এবং খাওয়াতে অনেক পছন্দ করে। তিনি বলেন, আমার মেয়েটা সব সময়ই আড্ডা দিতে পছন্দ করে। তার অনেক বন্ধু, যারা বাসায় এসে তার সাথে আড্ডা দেয়। ঈদের দিনও তাই হয়েছে। চলচ্চিত্রই শাবনূরের বড় পরিবার, দুপুরের দিকে সে চলচ্চিত্রের বন্ধুদের সাথে আড্ড দিতে বেরিয়ে যায়। আমার শেষ বয়সে মেয়ে ও নাতি নিয়ে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন