ভক্তদের জন্য ফ্যান পেজ খুললেন চিত্রনায়ক রিয়াজ। অনেক দিন থেকে ফেসবুক ব্যবহার করলেও ব্যক্তিগত একাউন্টটি তিনি ব্যক্তিগত প্রয়োজনেই সীমাবদ্ধ রাখেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগটা তার নেই বললেই চলে। তাই তিনি ভক্তদের জন্য ফেন পেজ খুলেছেন। এই ফ্যান পেজে ভক্তরা রিয়াজের সব বিষয়ের আপডেট পাবেন বলে জানান রিয়াজ। তিনি বলেন, নানা কারণে এত দিন ফ্যান পেজ চালু করা হয়নি। অবশেষে ভক্ত আর পরিচিতজনদের অনুরোধে অফিশিয়াল ফ্যান পেজ খুলেছি। অন্যদের মতো নিজেকে নিয়ে প্রচারণার জৌলুস আমি চাই না। কেবলমাত্র ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে এই ফ্যান পেজ খুলেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন