শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভেরিফায়েড হলো পূর্ণিমার ফেসবুক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। এর ফলে তার নামে অন্য যেসব পেজ রয়েছে, সেগুলো অচল বলে গণ্য হবে। এ ব্যাপারে পূর্ণিমা জানিয়েছেন, আমার ফেসবুক ভেরিফায়েড হয়েছে। এটিই এখন আমার অফিসিয়াল ফেসবুক। শুভাকাক্সিক্ষদের কাছে অনুরোধ, তারা যেন এ পেজ ফলো করেন। অন্য যেগুলো আছে, সেগুলো এড়িয়ে চলুন। বর্তমানে ফেসবুকে পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ২৯ হাজার। পেজে গিয়ে দেখা যায়, আনুষ্ঠানিক ঘোষণার পর দ্রুত বাড়ছে অনুসরণকারী। এদিকে এবারের ঈদে দশটির মতো নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। হাজির হয়েছেন বেশকিছু সেলিব্রিটি টক শোতে। প্রচার শুরু হয়েছে নতুন বিজ্ঞাপন। সব মিলিয়ে পূর্ণিমার সময় এখন বেশ ভাল কাটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
RABIN MITRO ৮ আগস্ট, ২০১৯, ৪:৪৪ পিএম says : 0
love you
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন