২৫ জুন, ১৯৭৫। ভারতে জরুরি অবস্থা ঘোষিত হলে রানি গীতাঞ্জলী দেবীকে (ইলিয়ানা ডি’ক্রুজ) বিপুল পৈত্রিক সম্পত্তিসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে ছোট অপরাধের জন্য ভবানিও (অজয় দেবগন) আটক হয়। এই ভবানির সঙ্গে গীতাঞ্জলীর এক সময় কিন্তু সম্পর্ক ছিল। তারা দুজন মিলে আটক সম্পদ রাজস্থান সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা করে। দলে যোগ দেয় ডালিয়া (এমরান হাশমি), সানজানা (এশা গুপ্ত) আর টিকলা (সঞ্জয় মিশ্র)। তাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় পুলিশ ইনস্পেক্টর সেহের (বিদ্যুৎ জামবাল)। শুরু হয় পুলিশ আর ভবানি-গীতাঞ্জলী দল আর সেহেরের পুলিশ দলের ইঁদুর-বিড়াল দৌড়।
হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য হিটম্যান’স বডিগার্ড
২ অ্যানাবেল : ক্রিয়েশন
৩ উইন্ড রিভার
৪ লিপ!
৫ লোগ্যান লাকি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন