শাহরুখ খানের ছেলে আরিয়ান। বলিউডে পা রাখছেন বলে বেশ গুঞ্জন রয়েছে। এই গুঞ্জণ আরও বাড়িয়ে দিয়েছে তার একটি ছবি প্রকাশ নিয়ে। ছবিতে আরিয়ানের দেহের সিক্স প্যাক হিসেবে দেখা যায়। এ থেকেই কথা উঠেছে আরিয়ান বলিউডে আসছেন। ১৯ বছর বয়সী আরিয়ান এখন যুক্তরাষ্ট্রে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন শরীর চর্চা। আরিয়ানের ইনস্টাগ্রাম থেকে প্রকাশিত ছবিটিতে তার শার্টের বোতাম খোলা এবং তার সিক্স প্যাক দেখা যাচ্ছে বেশ ¯পষ্ট ভাবেই। ছবিতে আরিয়ানের আরও দুই বন্ধু আছে। এদিকে করণ জোহর আগেই বলে রেখেছেন, আরিয়ান খানকে তার ছবির মাধ্যমেই বলিউডে আনবেন। শাহরুখের মেয়ে সুহানার প্রথম বলিউড ছবিও নাকি করণ জোহরই তৈরি করবেন। তবে শাহরুখ এখনই ছেলে এবং মেয়েকে বলিউডে আনতে চান না। তার ইচ্ছা ছেলে-মেয়ে পড়াশোনা শেষ করে যখন নিজেদেরকে প্রস্তুত মনে করবে, তখনই তারা বলিউডে পা রাখবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন