সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন তারা। একান্তভাবে সময় কাটানোর সময় খুব কমই পান। তবে ঈদ এলে তারা খানিকটা সময় পান। এই সময়টাতে পরিবার-পরিজন নিয়ে একান্তে সময় কাটান তারা। এবারের ঈদে পরিবার নিয়ে অবসর সময় কাটাতে বের হয়ে পড়েছিলেন ড. ইনামুল হক ও লাকী ইনাম দম্পতি। তাদের সাথে ছিলেন কন্যা অভিনেত্রী ও নাট্যকার হৃদি হক, অভিনেতা সাজু খাদেম, নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবীব ভাবনাসহ আরও বেশ কয়েকজন। ঢাকার অদূরে গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে তারা অবস্থান করেন। সেখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশে তারা বেশ আড্ডায় মেতে উঠেন সবাই। তাদের আড্ডার ছবি অভিনেতা সাজু খাদেম তাদের ভক্তদের শেয়ার করার জন্য ফেসবুকে দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন