ঈদের দিন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কোরবানির গোশত ও নতুন জামা-কাপড় বিলিয়েছেন চলচ্চিত্র নায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল। মোহাম্মদপুরস্থ নিজ বাসার নিচে তিনি গরীব মানুষের হাতে গোশত ও জামা-কাপড় তুলে দেন। তার এক ভক্ত তার সঙ্গে দেখা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, গরীবের বন্ধু অনন্ত জলিল। ঈদের দিন ফ্যান হিসেবে উনার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম উনি গরীবদের কোরবানির গোশত দেয়ার পাশাপাশি নতুন কাপড় উপহার দিচ্ছেন। সত্যিকারের হিরো আপনি, আপনার মতো সবাই গরিবদের হক আদায় করলে সমাজে গরীব কেউ থাকবে না। সত্যিই আপনাকে আজ যতক্ষণ দেখলাম গরীব লোকগুলোকে এত যত্ম করে গোশত এবং নতুন কাপড় দিতে, আমি খুবই অবাক হলাম। আপনার মধ্যে কোনো অহংকার দেখলাম না। আপনি খুব খুশি হচ্ছিলেন। গরীবদের হক আদায়ের মাধ্যমে আত্মতৃপ্তিই আপনার মূল লক্ষ্য তা বুঝতে আর বাকী রইল না। গরীবলোকগুলোর মুখের হাসি আপনি জয় করেছেন। আল্লাহতায়ালা আপনাকে মনের দিক দিয়েও ধনী বানিয়েছেন। আল্লাহতায়ালার কাছে আপনার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন