হাতিয়ায় স্থানীয় এমপি আয়েশা ফেরদৌসের বাসভবন চত্বরে এক প্রতিবাদ সভা চলাকালে গত বুধবার একদল সন্ত্রাসী সভাস্থলে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বোমা ও গুলীর ছুঁড়ে এতে ১২ জন আহত হয়। পরে বিক্ষুব্দ জনতা হামলার ইন্ধনদাতা মাহমুদ আলী রাতুলের বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে। হাতিয়ার এমপি আয়েশা ফেরদৌস জানান, বুধবারের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে গতকাল (বৃহস্পতিবার ) বিকাল ৫টার দিকে হাতিয়া থেকে পালিয়ে যাবার সময় কোস্ট গার্ড হাতিয়া নলচিরা নদী থেকে একজন ইউপি চেয়ারম্যাসহ ৭জনকে আটক করে। এদের মধ্যে চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম (আজাদ) রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হালিম আজাদের বিরুদ্বে হাতিয়া থানায় ২৪টি এবং অপর আটককৃতদের বিরুদ্বে ৮/৯ করে মামলা রয়েছে। হাতিয়ার কয়েকজন অধিবাসী জানায়, আটককৃত চেয়ারম্যান আবদুল হালিম (আজাদ) ইয়াবা স¤্রাট হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার নেতৃত্ব দিচ্ছে। তাকে আটক রাখা হলে হাতিয়া উপজেলা ইয়াবামুক্ত হবে বলে তারা জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন