বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে মিউজিক্যাল ফিকশন ‘এখন তুমি অন্য কারো’। সোহেল অটলের লেখা, সুমন কল্যানের সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন দিপু। ভিডিও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে চিত্রায়িত গানে মডেল হিসেবে অভিনয় করেছেন দিপু, জনন্তী ও আসিফ। পরিচালক ফরহাদ আহমেদ বলেন, গানটি প্রথমবার শুনেই ভালো লেগে যায়। সে কারণে ভিডিওর জন্য বিশেষ পরিকল্পনা করি। মিউজিক্যাল ফিকশনের জন্য স্ক্রিপ্ট দেয় আইডিয়াবাজ নামের প্রতিষ্ঠান। তাদের স্ক্রিপ্ট অনুযায়ী চিত্রায়ন করার চেষ্টা করেছি। সবার ভালো লাগবে বলে আশা করছি। মিউজিক্যাল ফিকশন প্রকাশ হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীনা থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল জি সিরিজ মিউজিক এ দেখা যাবে এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন