৫৫ বছরের ক্যারিয়ারে অনেকগুলো হিট চলচ্চিত্রে অভিনয় করে অস্কার কী একবার মনোনয়নও পাননি ডনাল্ড সাদারল্যান্ড। তার অস্কারের আশা পূরণ হতে যাচ্ছে। তিনি আগামী বছর আজীবন অবদানের জন্য সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন।
৮২ বছর বয়সী অভিনেতাটি ‘দ্য ডার্টি ডজন’, ‘ইনভেশন অফ দ্য বডি স্ন্যাচার্স’ , ‘আ টাইম টু কিল’ এবং ‘আই অফ দ্য নিডল’-এর মত সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। সা¤প্রতিক ‘দ্য হাঙ্গার গেইমস’ সিরিজে তিনি প্রেসিডেন্ট স্নো’র ভূমিকায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্র অভিনয় করলেও তিনি কখনও অস্কার মনোনয়ন পাননি।
অস্কার প্রদানকারী অ্যাকাডেমির সভাপতি জন বেইলি স¤প্রতি এক অনুষ্ঠানে বলেন, “আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি ‘অর্ডিনারি পিপল’ ফিল্মের সিনেমাটোগ্রাফার ছিলাম, আমার মনে আছে যখন মনোনয়ন প্রকাশ করা হয়, ডনাল্ড পায়নি দেখে আমি স্তম্ভিত হয়েছিলাম- সেই থেকে আমি অনেকবার স্তম্ভিত হয়েছি”।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন