শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই -ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত বুধবার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন। এ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই খবর একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। আমার নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই। আর বিএনপির সঙ্গে আমার কোনোরকম স¤পর্কও নেই। এমন কি তারা আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেননি। তবে কি কারণে এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশন? আমি আমার ঘনিষ্ট লোকজনের কাছ থেকে এই খবরটি শুনে অবাক হয়েছি। আমি সংবাদটি পড়েছি। সেখানে নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন নামে একটি শিরোনাম দিয়ে নিউজের ভেতরে মুখরোচক কথামালার কল্পকাহীনি লেখা হয়েছে। যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আগামী ২২ অক্টোবর সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার ধারণা, এটাকে কেউ কেউ ঈর্ষার দৃষ্টিতে দেখছেন। সেটাকে বাধাগ্রস্থ করতেই এমন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। আমি কখনো কাউকে বলিনি, আমি নির্বাচন করবো বা নির্বাচনে যাবার ইচ্ছা আছে। আমরা ধ্যান-জ্ঞান হচ্ছে এদেশের মানুষকে ঘিরে। সড়ক দুর্ঘটনার ভয়াল থাবা থেকে এদেশের মানুষকে নিরাপদ রাখার আন্দোলনের মাঝে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন