শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ এটিএম শামসুজ্জামান ও পপি’র জন্মদিন

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ আজ একুশে পদকপ্রাপ্ত ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার ও পরিচালক এটিএম শামসুজ্জামানের জন্মদিন। পাশাপাশি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপিরও জন্মদিন। এটিএম শামসুজ্জামান আজ ৭৭ বছরে পা রাখতে যাচ্ছেন। জন্মদিন প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘জন্মদিন নিয়ে আমারমধ্যে কখনোই কোন বাড়তি কৌতুহল ছিলোনা, এখনো নেই। কারণ জন্মদিন আসার মানেই স্মরণ করিয়ে দেয়া –মৃত্যু আরো কাছে চলে এলো। জন্মদিন আসা মানেই জীবন থেকে আরেকটি বছরের বিদায়। পৃথিবীতে কেউ কী মরতে চায়? চায়না। সবাই বাঁচতে চায়, অনেকের মতো আমারওতো বাঁচতে ইচ্ছে করে হাজার বছর। কিন্তু জানি তা সম্ভব নয়। তাই জন্মদিন এলে শুধু একটি কথাই বারবার মনে পড়ে যে মরতে হবে আমাকে, মৃত্যুর জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হবে।’ পপি বলেন, ‘সত্যি বলতে কী নিজের জন্মদিনে তেমন কিছু করতে ইচ্ছে করে না। বিগত বেশ কয়েক বছর আমার নিজের কিছুই করা হয়ে উঠেনা জন্মদিনে। কারণ আমার মনে হয়, এ দিনে আমি পৃথিবীতে এসেছি, এটাই সবচেয়ে বেশি আনন্দের। তবে যদি আমার পরিবার বা আমার যারা শুভাকাঙ্খী তারা যদি দিনটি সেলিব্রেট করতে চান-তাতে আমার আপত্তি থাকে না। শুধু সবার দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আরো ভালো ভালো চলচ্চিত্রে যেন কাজ করতে পারি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন