শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুভ মঙ্গল সাবধান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ বাদশাহো
২ শুভ মঙ্গল সাবধান
৩ বেরেলি কি বারফি
৪ টয়লেট - আ প্রেম কথা
৫ আ জেন্টলম্যান

এক ভারতীয় স্টাইলের বিয়ে ঘিরে এই গল্প।
মুদিত শর্মা (আয়ুষ্মান খুরানা) একজন সফল তরুণ বিক্রয় প্রতিনিধি। রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে পরিবারের পরিবারের মূল্যবোধ ধারণ করে এখন পর্যন্ত সে কোনও প্রেমের সম্পর্কে জড়ায়নি। পারিবারিকভাবেই তার বিয়ের ব্যবস্থা করা হয়। পাত্রী সুগন্ধা জোশি (ভূমি পেদনেকার)। মুদিতের মতই মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুগন্ধা, তবে মানসিকতায় আধুনিক। পারিবারিকভাবে বিয়ের আয়োজন হলেও বিয়ের আগেই তাদের সামাজিক মেলামেশা শুরু হয়ে যায়। তা আরেকটু এগিয়ে যেতে পারত কিন্তু তার আগেই মুদিত তার একটি সমস্যা আবিষ্কার করে ফেলে। তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। যেমন তেমন নয়, একেবারে ‘পুরুষালি সমস্যা’। প্রথমে সে তা বন্ধুদের বিষয়টি জানায়। একেক জন একেক ধরণের পরামর্শ দিতে থাকে। সঙ্গে চলতে থাকে চিকিৎসা। বলাই বাহুল্য তার সবই হাতুড়ে। একসময় পরিবারের সদস্যরাও তার সমস্যা জেনে ফেলে। এক হাস্যকর পরিস্থিতির উদ্ভব হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন