শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৩৫ পরিচালকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়ালেন শাবনূর!

ডিলান হাসান: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলচ্চিত্রে সবচেয়ে কৌশলী ও বুদ্ধিমতি অভিনেত্রী হিসেবে শাবনূরের খ্যাতি রয়েছে। পাশাপাশি তার মিতব্যয়িতা নিয়েও আলোচনা রয়েছে। অনেক দিন এই অভিনেত্রী চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। ফিরবেন ফিরবেন করেও ফেরা হচ্ছে না। তবে এবার মনে হয়, ফেরার জন্য বেশ ভালভাবে প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতির অংশ হিসেবেই কৌশলী ও মিতব্যয়ী শাবনূর গত শনিবার তার বাসায় প্রায় ৩৫ জন পরিচালককে দাওয়াত দিয়ে ভুরিভোজের আয়োজন করেন। বেশ জম্পেশ খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। তিনি নিজ হাতে রান্না করে আগত পরিচালকদের আপ্যায়ন করেন। পোলাও-রোস্টের পাশাপাশি সাদা ভাত, গলদা চিংড়িসহ ১২-১৩ পদের ভর্তার আয়োজন ছিল। দাওয়াতে অংশগ্রহণকারি এক পরিচালক বলেন, শাবনূর যথেষ্ট আপ্যায়ন করেছেন। আমি মুগ্ধ! কেবল দই বাদে সব কিছুই তিনি নিজ হাতে রান্না করেছেন। তিনি বলেন, মূলত গেট টুগেদারের জন্য এ আয়োজন হলেও, শাবনূর যে চলচ্চিত্রে ফিরতে চান, তা কৌশলে বুঝিয়ে দিয়েছেন। দাওয়াতি পরিচালকদের প্রত্যেকেই তাকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছেন। এদের মধ্যে সিনিয়র পরিচালক আজিজুর রহমান, মতিন রহমান, ছটকু আহমেদ, বাদল খন্দকার, সোহানুর রহমান সোহান, ওয়াকিল আহমেদ, জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকে আছেন। তিনি বলেন, শাবনূর যখন দাওয়াত দিয়ে পরিচালকদের খাওয়ায় তখন বুঝতে হবে, তার পেছনে একটি কারণ রয়েছে। এই কারণ আর কিছু নয়, তিনি চলচ্চিত্রে ফিরতে চান। অবশ্যই শাবনূরের মতো একজন গুণী শিল্পীর চলচ্চিত্রে প্রয়োজন রয়েছে। তবে শাবনূরকেও বুঝতে হবে, এখন তার নায়িকা হওয়ার বয়স ও যথাযথ শারিরীক গঠন নেই। তিনি যদি চরিত্র প্রধান হয়ে হাজির হন, তবে দর্শক তাকে ব্যাপকভাবে গ্রহণ করবে। এখন এ সিদ্ধান্ত নিতে হবে তাকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mehedi ১২ সেপ্টেম্বর, ২০১৭, ৫:০৩ এএম says : 0
আর কি হইছে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন