হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য হিটম্যান’স বডিগার্ড
২ অ্যানাবেল : ক্রিয়েশন
৩ উইন্ড রিভার
৪ লিপ!
৫ লোগ্যান লাকি
অ্যানাবেল : ক্রিয়েশন
‘লাইটস আউট’ (২০১৬) ফিল্মের জন্য খ্যাত ডেভিড এস. স্যান্ডবার্গ পরিচালিত হরর চলচ্চিত্র ‘অ্যানাবেল : ক্রিয়েশন’।
পুতুল প্রস্তুতকারী স্যামুয়েল মালিন্স (অ্যান্থনি লাপায়লিয়া) আর তার স্ত্রী এস্থার (মিরেন্ডা অটো) ১২ বছর আগে তাদের একমাত্র কন্যা অ্যানাবেল ওরফে বি’র (সামারা লি) দুর্ঘটনায় মৃত্যুর পর নিজেদের মত করে নিঃসঙ্গ জীবন যাপন করছে। এই সময় সিস্টার শার্লট (স্টেফানি সিগম্যান) নামে এক ধর্মযাজিকা একটি অনাথ আশ্রম থেকে কয়েকটি মেয়েশিশুকে নিয়ে তাদের বাড়িতে আসে। এদের মধ্যে জ্যানিস (টালিথা বেটম্যান) নামে একটি মেয়ে মালিন্সদের বাড়ির একটি কক্ষে একটি মেয়েকে দেখতে পয়, তার বিশ্বাস সেটি আসলে মালিন্সদের মেয়ে অ্যানাবেল। স্যামুয়েল জানায় ১২ বছর আগে তার মেয়ে মারা গেছে। এর মধ্যে স্যামুয়েলের অ্যানাবেল নামে অশুভ আত্মা ভর করা একটি পুতুল শিশুদের বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন