চার) রোমক স¤্রাট কায়সারের নামে-
রোম স¤্রাট হিরাক্লিয়াসের প্রতি আল্লাহর রসূলের প্রেরিত চিঠির প্রভাবই ছিল আবু সুফিয়ানের এই বিবরণী। এ চিঠির একটি প্রভাব এটাও ছিল যে, স¤্রাট হিরাক্লিয়াস রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পত্র বাহক হযরত দেহিয়া কালবিকে (রা.) বেশ কিছু ধন সম্পদ ও মালামাল প্রদান করেন। হযরত দেহইয়া (রা.) সেসব জিনিস নিয়ে মদীনায় ফেরার পথে হুসমা নামক জায়গায় জোযাম গোত্রের কিছু লোক ডাকাতি করে সব কিছু নিয়ে যায়। মদীনায় পৌঁছে হযরত দেহইয়া (রা.) নিজের বাড়ীতে না গিয়ে প্রথমে আল্লাহর রসূলের দরবারে গিয়ে সব কথা তাঁর কাছে ব্যক্ত করেন। সব শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেছার (রা.) নেতৃত্বে পাঁচশত সাহাবাকে হুসমা অভিযানে প্রেরণ করেন। হযরত যায়েদ (রা.) জোযাম গোত্রের লোকদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাদের বেশ কিছু লোককে হত্যা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন