নতুন সিনেমা পরিচালনা শুরু করলেন বিশিষ্ট অভিনেতা আলমগীর। তার পরিচালনাধীন সিনেমাটির নাম ‘একটি সিনেমার গল্প’। গত শনিবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে একটি দৃশ্য ধারণের মাধ্যমে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বিশিষ্ট অভিনেতা-নির্দেশক সৈয়দ হাসান ইমাম, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়ক আরিফিন শুভ, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটির শূটিং চলবে। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর নিজেই। সিনেমাটিতে আলমগীরের সঙ্গে জুটি হবেন চ¤পা। এ সিনেমার মধ্যদিয়েই সুরকার হিসেবে রুনা লায়লার অভিষেক হয়েছে। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গেয়েছেন আঁখি আলমগীর। আরিফিন শুভ বলেন, জীবনের প্রথম একই ফ্রেমে আলমগীর স্যারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য, আমার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি অর্জন। ঋতুপর্ণা বলেন, এর আগে আলমগীর স্যারের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। বহু বছর পর তার নির্দেশনায় এবার কাজ করতে যাচ্ছি। আবার তার সঙ্গে একই ফ্রেমে অভিনয়ও করবো। তাই ভীষণ ভালোলাগা কাজ করছে। উল্লেখ্য, সিনেমাটিতে প্রথমে আলমগীরের বিপরীতে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু আলমগীরের বিপরীতে তাকে মানাবে না বলে সরে দাঁড়ান পূর্ণিমা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন