জানা গেছে র্যাপ গায়ক জে-যি’র সঙ্গে পুরনো বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়েছেন একই ধারার আরেক গায়ক কানিয়ে ওয়েস্ট (ছবিতে বাঁয়ে)। উল্লেখ্য গত বছর মঞ্চে জে-যি আর তার স্ত্রী গায়িকা বিয়ন্সেকে নিয়ে বিরূপ মন্তব্য করার পর তাদের বন্ধুত্বে ছেদ পড়ে।
জানা গেছে ওয়েস্ট স¤প্রতি জে-যি’র সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরাসরি দেখা কার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত বছর ওয়েস্টের মন্তব্যের পর জে-যি তার পরিবারকে নিয়ে মন্তব্যকে ‘সীমা অতিক্রম’ বলে পাল্টা মন্তব্য করেন। তবে এর কিছুদিন আগে ওয়েস্ট মানসিকভাবে ভেঙে পড়ায় তার বন্ধুরা জে-যি আরও কোমল হতে পারতেন বলে উল্লেখ করেছিল।
এই দুই র্যাপ গায়কের মধ্যে বরাবরই বন্ধু-শত্রু সম্পর্ক চলে এসেছে। ওয়েস্ট গত জুনে জে-যি’র টাইডাল স্ট্রিমিং সার্ভিস ত্যাগ করে আর্থিক দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন। তবে তাদের বিরোধের কারণ যে সেটি তা কিন্তু নয়। কানিয়ে’র স্ত্রী কিম কার্ডেশিয়ান প্যারিসে ছিনতাইকারীর কবলে পড়ার পর জে-যি তার সঙ্গে দেখা করে সান্ত¡না দেননি বলেই এই বিরোধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন