শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমার নতুন রক গান আউলা প্রেম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এবারের ঈদে ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা সালমার কন্ঠে প্রথম রক ঘরানার গানের লিরিক ভিডিও। তোরই চোখে জাদু আছে শিরোনামে গানটি ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছে। এ ধারাবাহিকতায় আবারও নতুন একটি রক ডিজে মিশ্রিত গান গেয়েছেন। গানটির শিরোনাম আউলা প্রেম। জে কে মজলিস এর সুর ও সঙ্গীতে গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। গানটিতে ফোক লিরিকে রক মিউজিক ব্যাবহার করা হয়েছে বলে জানিয়েছেন সালমা। সালমা বলেন, গত ঈদে প্রথম আমার গাওয়ান রক গান জাদু ইউটিউবে শুধু লিরিকাল ভিডিও প্রকাশ হয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি। যে ধরনের গান গেয়ে আমি সালমা হয়েছি, সেগুলো থেকে বেরিয়ে একটু অন্য রকম কাজ করার চেষ্টা করেছি। এখন থেকে নিয়মিত এ রকম কিছু কাজ করতে চাই। অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। অসাধারণ মিউজিক ক¤েপাজিশন করেছেন জে কে মজলিস। গানটি মিউজিক ভিডিও এই মাসের মধ্যে শূটিং করবো । মিউজিক ভিডিওর প্রস্তুতি চলছে। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। এছাড়া নতুন আর একটি মিউজিক ভিডিওর শূটিং শেষ করেছি। আশায় আশায় মনের শিরোনামে একটি গানের ভিডিও শূটিং কিছুদিন আগে হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগির অ্যাডবক্স-এর ইউটিউবে মুক্তি পাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন