আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের সময় কাটছে নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে। গত রোববার ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার (ঝিনাইদহা-৩ আসন) কাজীরবেড় ইউনিয়নে তৃণমূল বিএনপির নেতাদের উপস্থিতিতে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময়, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। মনির খান তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাকে মনোনয়ন দেবে সেটি বড় কথা নয়। তৃণমূলের বিএনপিকে সুসংগঠিত করে দলের আভ্যন্তরীণ সকল বিভেদ দূর করে বিএনপির নতুন-পুরাতন সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সুস্থ ধারার রাজনীতির অভ্যাস গড়ে তুলতে কাজ করতে হবে। সাংগঠনিকভাবে বিএনপির অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি গানের মানুষ। এই গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আমার এত ভালোবাসার প্রাপ্তি নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সঙ্গে চলতে চাই। আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। মনির খান বলেন, মহেশপুর কোটচাঁদপুরের মাটি বিএনপির ঘাঁটি। আর এই এখানকার মানুষেরা কখনই তাদের যোগ্য নেতাকে বেছে নিতে ভুল করবে না বলে আমি আশা রাখছি। তিনি বলেন, মহেশপুর-কোটচাঁদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের আভ্যন্তরীণ সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে নিয়ে এগিয়ে যাব।এ সময় মনির খানের সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর ও কোটচাঁদপুর দুই উপজেলার বিপুল সংখ্যক বিএনপি সমর্থক নেতাকর্মী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহ-সস্কৃতিক স¤পাদক পদে দায়িত্ব পালন করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন