‘কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানটি দিয়ে দর্শক মাতিয়েছেন কপিল শর্মা। এবার তিনি নতুন ধারার কমেডি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। অভিনেতা কিকু শার্দা জানিয়েছেন, আগের শোটি যেমন ছিল পরিবারকেন্দ্রিক তেমনি এবার অনুষ্ঠানটি হবে পথভিত্তিক থিম নিয়ে।
‘কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানে কপিল করতেন বিট্টু শর্মার ভ‚মিকা, আলি আসগর ছিলেন দাদি, সুমনা চক্রবর্তী ছিলেন বিট্টুর স্ত্রীর ভ‚মিকায়, সুনীল গ্রোভার এবং কিকু শার্দা ছিলেন বিরক্তিকর প্রতিবেশী গুট্টি আর পলক, চন্দন প্রভাকর ছিলেন কাজের লোক রাজুর ভ‚মিকায়।
কালার্স টিভিতে আড়াই বছর চলার পর এই বছর জানুয়ারিতে শোটি শেষ হয়ে যায়। জানা গেছে, ঠিক একই টিম নিয়ে কপিল তার কমেডি শো নিয়ে ফিরবেন অন্য চ্যানেলে। সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানটির ফরম্যাটও এবার বদলে যাচ্ছে।
“এবার পরিবার নয়... যতটা সম্ভব এবার পথকে অনুষ্ঠানের মঞ্চ হিসেবে বেছে নেয়া হবে,” কিকু বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন