বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই নাট্য কর্মশালার মধ্যদিয়ে যাত্রা শুরু করে নাটকের দল “বেঙ্গল থিয়েটার”। ৫ দিনব্যাপী কর্মশালায় অংশ নেয় প্রায় ৩০ জন নবীন থিয়েটার কর্মী। তারই ধারাবাহিকতায় মঞ্চে আনে নকশা মূকাভিনয় ‘সময়-’৭১’। দলগত নাট্যলিপির মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক নকশা মূকাভিনয়টির কাহিনী নির্মাণ করা হয়। প্রায় ২০ মিনিটের নাটকটি নির্দেশনা দেন হাসান রেজাউল। আজ ঢাকা ইউনির্ভাসিটি মাইম অ্যাকশন আয়োজিত জাতীয় মূকাভিনয় উৎসবে সন্ধ্যা ৭টায় টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, স্বাধীনতার মাসে নাটকটি মঞ্চে প্রদর্শিত করতে পেরে বেঙ্গল থিয়েটারের সবাই আনন্দিত। মুক্তিযুদ্ধের সময়কালে পরাধীন বাংলাদেশের স্বাধীনচেতা মানুষের উপর রাজাকার, আল-বদর বাহিনীর নানা অত্যাচার, ধর্ষণ, ও মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার বিষয়গুলো এই নকশা মূকাভিনয়ে উঠে এসেছে। মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ ও নাটকটি বীরাঙ্গনাদের উৎসর্গ করা হয়েছে। এই মূকাভিনয়টিতে অভিনয় করেছেন- এনামুল হক শাহিন, রবিন দত্ত, নাজিয়াত অর্থী, জুঁই নাজির, রাব্বি, জিসান, প্রতিভা, রাজিব, খাদিজা ইভ ও ঐশ্বর্য পূষণসহ অনেকে। নাটকটির মিউজিক করেছেন-উজ্জ্বল মিয়া ও রাসেল আরেফিন। পোশাক পরিকল্পনায়- হাসান রেজাউল ও রবিন দত্ত। আলো প্রক্ষেপণ- লোকমান ফরাজী। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন শ্যামারনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন