শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘পোস্টার বয়েজ’ গড় সাফল্য পেয়েছে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের ফিল্মগুলো বেশ ভাল আয় করছে। কিছুটা হলেও তার ধারা বজায় রেখেছে গত শুক্রবার মুক্তি পাওয়া দুই ফিল্ম- ‘পোস্টার বয়েজ’ এবং ‘ড্যাডি’। দুটি ফিল্মেরই একাধিক দিক থেকে বিশেষত্ব আছে। প্রথমত দুটি ফিল্মই সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। প্রথমটি পরিচালক হিসেবে শ্রেয়াস তালপাড়ের অভিষেক চলচ্চিত্র এবং দেওল ভাইদের পর্দায় ফেরার প্রয়াস। পরেরটি অর্জুন রামপালের উচ্চাভিলাষী প্রজেক্ট, তবে তিনি লক্ষ্য অর্জন করতে পারেননি।
সানি দেওল, ববি দেওল, শ্রেয়াস তালপাড়ে, সোনালি কুলকার্নি, সমীক্ষা ভাটনগর এবং ভারতী আরচেকার অভিনীত ‘পোস্টার বয়স’ প্রধানত মারাঠি ফিল্ম ‘পোশটার বয়য’-এর রিমেক। সোমবার পর্যন্ত ফিল্মটির আয় ৮.৩৫ কোটি রুপি।
অপরাধ জগত থেকে রাজনীতিতে আগত অরুণ গাভলির জীবন অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘ড্যাডি’তে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ঐশ্বর্য রাজেশ, নিশিকান্ত কামাট, আনন্দ ইঙ্গালে এবং রাজেশ শৃঙ্গারপুরি। সোমবার পর্যন্ত ফিল্মটি আয় করেছেন ৫.৫ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন