সম্প্রতি প্রকাশিত হয়েছে কুমার বিশ্বজিতের নতুন গানের ভিডিও। ‘জোছনার বর্ষণে/ আনমনা এই মনে / এমন কথায় সাজানো ‘জোছনার বর্ষণে’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারিক তুহিন। সুর করেছেন আহম্মেদ হুমায়ুন।সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটি ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটির ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়ে অভিনয় করেছেন লিয়ানা লিয়া ও তারেক। ‘জোছনার বর্ষণে’ গানটির প্রসঙ্গে কুমার বিশ্বজিত বলেন, ‘কথা আর সুরে প্রেম আছে যেমন, তেমন গানটি হৃদয়ে লাগার মতো। সুন্দর একটি রোমান্টিক গান। গেয়ে ভালো লেগেছে আমার, একটু ভিন্ন স্টাইলে করা রুচিশীল ও পরিচ্ছন্ন একটি ভিডিওটি এটি। আশা করি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন