শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রোহিঙ্গা মুসলমনা হত্যা বন্ধে ইলিয়াস কাঞ্চনের আহ্বান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এক ভিডিও বার্তায় তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের উপর যেন চাপ সৃষ্টি করা হয়। তিনি বলেন, স¤প্রতি একটি বিষয় আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। সেটি হলো রোহিঙ্গা হত্যা। রোহিঙ্গাদের প্রতি এই বর্বর নির্যাতনের বিষয়ে বলার মতো ভাষা কোনো সভ্য মানুষের জানা নেই। মানবিকবোধ থাকলে কেউ এভাবে নিরীহ, নিরস্ত্র জনগণকে বিনা কারণে হত্যা করতে পারে না। তিনি বলেন, মিয়ানমার সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা সেটা করতে পারেনি। তাই বিশ্ব নেতা, মানবাধিকারকর্মী, জাতিসংঘসহ সবার কাছে আমি অনুরোধ করছি, তারা যেন মিয়ানমার সরকারকে রোহিঙ্গা হত্যা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। এই গণহত্যা বন্ধ করেন। তিনি আঁকুতি জানিয়ে বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, প্লিজ, প্লিজ! দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। মুসলিম রোহিঙ্গা হত্যা বন্ধ করুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন