শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিয়ে করলেন সঙ্গীতশিল্পী হৃদয় খান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আবারও বিয়ে করেছেন সংগীতশিল্পী হৃদয় খান। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। হুমায়রা নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছে তার। গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে কনের বাসায় এ বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়। হৃদয়ের বাবা সংগীত পরিচালক রিপন খান জানান, বিয়ের খবরটি সত্যি। আমরা দুই পরিবার মিলে তাদের বিয়ে দিয়েছি। এখানে আমাদের আÍীয়স্বজনরা ছিলেন। সবার আশীর্বাদ নিয়ে তারা নতুন জীবন শুরু করেছে। রিপন খান জানান, মালয়েশিয়ায় পড়াশোনা শেষ করে এসেছে হুমায়রা। সে এখন হৃদয়ের বাসায় আছে। জানা যায়, হৃদয় ও হুমায়রার মধ্যে সম্পর্ক চলছিল বেশ কয়েক মাস ধরে। অবশেষে তাদের প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নিয়েছে। উল্লেখ্য, এটি হৃদয়ের তিন নম্বর বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন তিনি। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। তার আগে সাত বছর প্রেম করেন নওরীন নামের আরেকজন মেয়ের সঙ্গে। অন্যদিকে ২০১৪ সালে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে। আট মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন