‘মামা’ (২০১৩০) চলচ্চিত্রের জন্য খ্যাত অ্যান্ডি মুচিয়েটি পরিচালিত হরর ফিল্ম ‘ইট’। স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
ডেরি নামের লোকালয়ের একের পর এক শিশু হারিয়ে যেতে শুরু করে। এমন ঘটনার পুনরাবৃত্তি হয় প্রতি ২৭ বছরে। মাটির নিচের নালা থেকে এক আকার পরিবর্তনে সক্ষম এক দানব (বিল স্কার্সগার্ড) বেরিয়ে আসে এবং নিষ্পাপ শিশুদের দিয়ে ভোজ সেরে আবার সে ২৭ বছরের জন্য ঘুমিয়ে পড়ে। শহর যখন সন্ত্রস্ত তখন সাত কিশোর দল বাঁধে এই রহস্যের কিনারা করতে। স্কুলে তার নির্যাতিত আর অপাংক্তেয়, তার তাদের দলের নাম ‘লুজার্স ক্লাব’। তাদের প্রত্যেকেই সেই দানবের মুখোমুখি হয়, দানবের আকার থাকে ভিন্ন ভিন্ন, তবে বেশির ভাগ সদস্য তাকে ক্লাউনের আকারে দেখেছে। তারা সেটির নাম দেয় ‘ইট’ তাদের বিশ্বাস সব শিশুর অন্তর্ধানের পেছনে ইটের হাত আছে।
হলিউড শীর্ষ পাঁচ
১ ইট
২ হোম এগেইন
৩ দ্য হিটম্যান’স বডিগার্ড
৪ উইন্ড রিভার
৫ অ্যানাবেল : ক্রিয়েশন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন