এক অপ্রত্যাশিত ঘটনার পর তিনজন সাধারণ মানুষের জীবনের ছক বদলে যাবার গল্প এটি। উত্তর ভারতের কোনও এক গ্রামে থাকে এই তিনজন মানুষ। এরা তিনজন হল- স্থানীয় বখাটে অর্জুন (শ্রেয়াস তালপাড়ে), অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগাবার চৌধারি (সানি দেওল) এবং স্কুল শিক্ষক বিনয় (ববি দেওল)। তিনজনই এক বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয় যখন তারা আবিষ্কার করে পুরুষের স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির একটি পোস্টারে তাদের ছবি ছাড়া হয়েছে। পোস্টারে লেখা- আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি আপনারাও করুন। সমাজে আর পরিবারের সামনে মুখ দেখাবার উপায় রয় না তাদের। তিনজন মিলে তারা এক মিশনে বের হয়- কেন বা কিভাবে তার ছবি তাদের অনুমতি ছাড়া ছবিতে ব্যবহার করা হল তা জানার জন্য এবং তার প্রতিবাদ করার জন্য।
বলিউড শীর্ষ পাঁচ
১ পোস্টার বয়েজ
২ ড্যাডি
৩ বাদশাহো
৪ শুভ মঙ্গল সাবধান
৫ টয়লেট - আ প্রেম কথা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন