শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার দশকের বেশি সময় ধরে অভিনয়ে কিসলু

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 কিছুদিন আগে একজন অধ্যাপক হিসেবে শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছেন গুণী অভিনেতা ও মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান কিসলু। তবে অভিনেতা পরিচয়ের আগে তিনি একজন শিক্ষক হিসেবেই বেশি পরিচিত। ১৯৮৪ সালে দর্শনা সরকারী কলেজে তার শিক্ষকতা জীবন শুরু হয়। চলতি বছরে অধ্যাপক হিসেবে নারায়ণগঞ্জের তুলারাম সরকারী কলেজ-এ পেশাগত কাজ শেষে অবসর গ্রহণ করেন। শিক্ষতা পেশায় যোগদানের আগে থেকেই অভিনয়ের সাথে তার সম্পৃক্ততা। ১৯৮২ সাল থেকে তিনি ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র সাথে সম্পৃক্ত। এই দলের হয়ে তিনি ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘নূরুলদীনের সারা জীবন’, ‘গ্যালিলিও’ নাটকে অভিনয় করেছেন। মমতাজ উদ্দিন আহমদ’র রচনা ও নির্দেশনায় তিনি মঞ্চ নাটক ‘ফলালফল নি¤œচাপ’-এ অভিনয় করেছেন। আবার আব্দুল্লাহ আল মামুন যখন ‘ফলাফল নি¤œচাপ’ বিটিভির জন্য নির্মাণ করেন তখন কিসলু এই নাটকে অভিনয় করেন। আর এটিই বিটিভিতে কিসলু অভিনীত প্রথম নাটক। শিহাব শাহীনের নির্দেশনায় ‘রমিজের আয়না’য় তার প্রথম ধারাবাহিকে অভিনয় করা। চট্টগ্রামে থাকালীন তিনি ‘থিয়েটার ৭৩’ দলের হয়ে জিয়া হায়দার রচিত ‘এলেবেলে’ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন। ১৯৭১ সালে কিসলু ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। ২০০৮ সালে কিসুল পাঠ্যপুস্তক বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংশোধন কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করেন। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে ‘পাঠাভিনয় নাট্যোৎসব’-এ লোকনাট্যদল আয়োজিত সারা যাকের নির্দেশিত ‘ওপেন কাপল’ নাটকে কিসলু ও সারা যাকেরের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়। একজন অভিনেতা হিসেবে পরিচয় দিতেও তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। জিয়াউল হাসান কিসলু বলেন,‘অভিনয়ে আমার অনুপ্রেরণা দু’জন শ্রদ্ধাভাজন মানুষ, একজন মমতাজ উদ্দিন আহমদ স্যার অন্যজন আলী যাকের ভাই। দুজনের নির্দেশনাতেই আমি কাজ করতে পেরেছি-এটা আমার জন্য আনন্দের। কিছুদিন আগে শিক্ষতা পেশা থেকে অবসর নিয়েছি। এখন অভিনয়ে সময় দিতে পারছি। বেশ উপভোগও করছি আগের চেয়ে বেশি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন