অভিনয়ই তার পেশা, অভিনয়ই তাকে বিশ্বখ্যাতি দিয়েছে অথচ এই অভিনয় শব্দটিকেই আর পছন্দ করেন না নিকোলাস কেইজ। এর কারণ হল তিনি অনুভব করেন এই শব্দটির অর্থ হল জনতার সামনে মিথ্যাচার করা।
কেইজ ভ্যারাইটি ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, “আমি আর অভিনয় শব্দটি পছন্দ করি না কারণ এটি কোনও একভাবে মিথ্যা বলা বোঝায়। আমি অভিনয় করি না, অনুভব করি।”
অভিনেতাটিকে আগামীতে ‘মম অ্যান্ড ড্যাড’ চলচ্চিত্রে দেখা যাবে। গত এক দশকে তিনি যত ফিল্মে অভিনয় করেছেন তার মধ্যে এটি তার সবচেয়ে প্রিয় বলে তিনি জানিয়েছেন।
তিনি ‘মম অ্যান্ড ড্যাড’ চলচ্চিত্রের পরিচালক ব্রায়ান টেইলরের প্রশংসা করে বলেন তিনি ‘আমার কুরোসাওয়া আর আমি তার মিফুনে’। তিনি এখানে জাপানি পরিচালক ও অভিনেতা আকিরা কুরোসাওয়া এবং তোশিরো মিফুনেকে বুঝিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন