চলচ্চিত্রের বাইরে বিশেষ দিবসের নাটকে অথবা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায় বিদ্যা সিনহা মিমকে। তবে পণ্য পছন্দ হলে, গল্প এবং পারিশ্রমিক পছন্দ হলে মিম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এ ধারাবাহিকতায় মিম নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। বিজ্ঞাপনটি হচ্ছে লাক্স-এর। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অমিতাভ রেজা। তেজগাঁওস্থ কোক স্টুডিওতে সেট ফেলে এর শূটিং হয়েছে। মিম বলেন, বিজ্ঞাপনে ব্যাপারে আমি বরাবরই চুজি। যে কাজই করি না কেন, আন্তরিকতা নিয়েই করি। অমিতাভ রেজা ভাই দেশের প্রথমসারির একজন বিজ্ঞাপন নির্মাতা। তার কাজের তুলনা নেই। আশা করছি, লাক্স সাবানের এই বিজ্ঞাপনটি দর্শকদের ভাল লাগবে। এদিকে মিম এখন কাজ করছেন শাকিব খানের বিপরীতে আমি নেতা হব সিনেমায়। এছাড়া তার অভিনীত দুলাভাই জিন্দাবাদ, পাষাণ, দাগ মুক্তির অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন