শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হোম এগেইন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হ্যালি মেয়ার্স-শায়ার পরিচালিত রোমান্স কমেডি ফিল্ম ‘হোম এগেইন’। এটি পরিচালক হিসেবে মেয়ার্স-শায়ারের প্রথম চলচ্চিত্র।
দুই ইঁচড়ে পাকা মেয়ের মা অ্যালিস (রিস উইদারস্পুন)। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মেয়েদের নিয়ে সে লস অ্যাঞ্জেলেসে থাকে। ছাড়াছাড়ির কয়েক মাস পর তার ঘনিষ্ঠতম বান্ধবী তার ৪০তম জন্মদিনে তাকে নৈশ ভোজে নিয়ে যায় আর আবার নতুন করে জীবন শুরু করার জন্য পরামর্শ দেয়। খরচ যোগাবার জন্য তিন তরুণকে (পিকো আলেকজান্ডার, ন্যাট উল্ফ এবং জন রুডনিটস্কি) সে তার ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। তিন পুরুষই আকর্ষণীয়, তবে এদের একজনের প্রেমে পড়ে যায় অ্যালিস। আর ঠিক সেই সময় তার স্বামী অস্টেন (মাইকেল শিন) এসে হাজির হয়। জানায় আরেকবার সে চেষ্টা করে দেখতে চায় তাদের ঘর টিকিয়ে রাখা যায় কি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন