বৈশাখী টেলিভিশনে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। দুই পরিবারকে কেন্দ্র করে দৈনন্দিন জীবনের নানামুখী বিষয় উঠে এসেছে ‘চাপাবাজ’ নাটকে। এরই মধ্যে নাটকটি ১২১ পর্ব প্রচার অতিক্রম করেছে। নতুন পর্ব থেকে এই নাটকে অভিনয়ে যুক্ত হলেন মাইম শিল্পী নিথর মাহবুব। নিথর মাহবুব মূকাভিনয় শিল্পী হিসেবে পরিচিত হলেও টিভি ও মঞ্চ নাটক এবং বিজ্ঞাপনে তিনি প্রায়ই অভিনয় করেন। নাটকে নিথর মাহবুবকে বোবার চরিত্র অভিনয় করছেন । নাটকে এক পক্ষ বোম্বের হিরু সালমান খানকে বাংলাদেশে আনবে বলে চাপাবাজি শুরু করলে আরেক পক্ষ বোম্বের বিগ-বি অমিতাব বচ্চনকে আনছে বলে চাপাবাজি শুরু করে। এবং প্রতিপক্ষের সঙ্গে চাপাবাজিতে এগিয়ে থাকতে তারা নিথর মাহবুবকে অমিতাব বচ্চনের বোবা পিএস বানিয়ে গ্রামে হাজির করে। অমিতাব বচ্চনের এই বোবা পিএসকে ঘিরে সৃষ্টি হতে থাকে মজার মজার কান্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন