ফুটওয়ার ও লেদারজাত পণ্য অ্যাপেক্সের বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। পিয়া জানান, তাসকিন ও আমি অ্যাপেক্সের শুভেচ্ছা দূত। সে জন্য পণ্যটির বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে কাজ করছি। এর আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বিজ্ঞাপন চিত্রে কাজ করেন পিয়া। পিয়া বলেন, বিজ্ঞাপনটিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। দর্শক চমক পাবেন। আদনান আল রাজীব জানান, বিজ্ঞাপনের শূটিং শেষ হয়েছে। এরপর স¤পাদনা শেষে শিগগির প্রচারে আসবে। বিজ্ঞাপনটি প্রচার হলে পণ্যটির দারুণ প্রচার হবে একইসঙ্গে বিজ্ঞাপনটি দর্শকদের কাছে ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন