শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জুতার বিজ্ঞাপনে ক্রিকেটার তাসকিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুটওয়ার ও লেদারজাত পণ্য অ্যাপেক্সের বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। পিয়া জানান, তাসকিন ও আমি অ্যাপেক্সের শুভেচ্ছা দূত। সে জন্য পণ্যটির বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে কাজ করছি। এর আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বিজ্ঞাপন চিত্রে কাজ করেন পিয়া। পিয়া বলেন, বিজ্ঞাপনটিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। দর্শক চমক পাবেন। আদনান আল রাজীব জানান, বিজ্ঞাপনের শূটিং শেষ হয়েছে। এরপর স¤পাদনা শেষে শিগগির প্রচারে আসবে। বিজ্ঞাপনটি প্রচার হলে পণ্যটির দারুণ প্রচার হবে একইসঙ্গে বিজ্ঞাপনটি দর্শকদের কাছে ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.ATIKUR RAHMAN ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৯ পিএম says : 0
TASKIN VI RUBALER MOTO ABAR AT KOTE APNIO JATE NAHOY
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন