অনেক দিন পর স্টেজে পারফরম করতে যাচ্ছেন নগরবাউল খ্যাত জেমস। এক সপ্তাহে তিনি তিনটি কনসার্টের পারফর্ম করবেন। আগামী ২২, ২৩ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর মধ্যে ২২ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে সাউন্ডচেক শিরোনামের একটি অনুষ্ঠানে থাকছেন জেমস। ২৩ তারিখ থাকছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া ২৯ সেপ্টেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করবেন। শুধু কনসার্টই নয়, নতুন অ্যালবাম নিয়েও কাজ করছেন জেমস। কনসার্টের ফাঁকে ফাঁকে চালিয়ে যাচ্ছেন নতুন অ্যালবামের কাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন