অভিনেত্রী রিস উইদারস্পুন জানিয়েছেন তার সন্তানরাই এখন তার অগ্রাধিকারের তালিকায় আছে। তাদের সঙ্গে সময় কাটাবার জন্য তিনি অনেকগুলো ভাল চলচ্চিত্রের অফার ফিরিয়ে দিয়েছেন।
তার ১৭ বছর বয়সী কন্যা এভা আর ১৩ বছর বয়সী ছেলে ডিকনের বাবা অভিনেতা রায়েন ফিলিপে। আর, ৪ বছর বয়সী টেনেসির বাবা তার বর্তমান স্বামী জিম টথ। তিনি জানিয়েছেন চলচ্চিত্রে সায় দেবার আগে তিনি গভীরভাবে ভেবে নেন।
রিস বলেন, “এভা এখন কলেজে ভর্তির জন্য আবেদন করছে, সুতরাং আমি অভিনয়ের কাজ নিচ্ছি না। বেশ কিছু আকর্ষণীয় অফার ছিল কিন্তু সন্তানদের জন্য কাজগুলো নিইনি।”
৪১ বছর বয়সী অভিনেত্রীটি তার পরিবারের সদস্যদের তার পেশার সঙ্গে সংশ্লিষ্ট করেন তাই তিনি তাদের তার ফিল্মের সেট নিয়ে যান। তিনি বলেন, “তারা যখন ছোট ছিল তখন সমস্যা হত কারণ তারা বুঝত না। এখন আমি ব্যাখ্যা করতে পারি।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন