গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস জানিয়েছেন তিনি এখনই বিয়ে করতে চাইছেন না। তিনি মনে করেন বিয়ের আগে তাকে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে।
‘ম্যালিবু’ গানের তারকাটি বর্তমানে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের বাগদত্তা। লিয়ামের সঙ্গে মাইলি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত প্রেম করেছেন। এরপর তাদের বিচ্ছেদ হয় এবং ২০১৪তে তারা আবার সন্ধি করে নেন।
“আমি বিয়ের কথা কল্পনা করতে পারছি না। আমার বয়স ২৪। অবিবাহিত অবস্থায় আরও কিছুটা সময় কাটাতে চাই। বিয়ের আগে আমাকে আরও বেশ কিছুটা সময় যাপন করতে হবে,” মাইলি বলেন।
তিনি জানান তার জীবন এতো ভাল কাটছে দেখে তিনি বিস্মিত।
একটি সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, “তিন বছর আগে যদি আমাকে জিজ্ঞাসা করা হত আমি এই মানুষটির সঙ্গে এতোটা সুখী থাকব কী না, আমি অবাক হতাম। আমি ভাল সময় কাটাচ্ছি। কোনও কোনও সম্পর্কের ক্ষেত্রে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। আসলে আমি আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি।”
“আগামী তিন বছরে কী হবে আমি জানি না, যদি আরও সুখী হওয়া যায় তাহলে আমি তাকে গ্রহণ করতে চাই।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন