আজ নাট্যকার নির্দেশক এইচ আর অনিকের জন্মদিন। অনিক সংস্কৃতি অঙ্গনে প্রায় ২৫ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তিনি চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে অনিক তার লেখা ও নির্দেশিত নাটক মঞ্চায়ন করেছেন। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারতের আন্তর্জাতিক নাট্যৎসবে নাটক মঞ্চায়নের জন্য শ্রেষ্ঠ নাট্যকার-নির্দেশকের পুরস্কার এবং আজীবন সম¥াননা। মঞ্চ নাটকের পাশাপাশি তার লেখা ও পরিচালনায় বেশ কিছু টিভি নাটক প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে। ২০০৫ সালে অনিক প্রতিষ্ঠা করেন চন্দ্রকলা থিয়েটার। চন্দ্রকলা থিয়েটার সুনামের সাথে নিয়মিত মঞ্চনাটক পরিবেশন করে চলেছে। অনিক বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দর্শকদের এবং যারা আমাকে সবসময় দিকনির্দেশনা দিয়েছেন ও আমার পথ চলায় সাহায্য করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন