শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিউজিক ভিডিওটি অশ্লীল বলে মনে করেন না কুসুম শিকদার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী কুসুম শিকদারের নেশা শিরোনামের মিউজিক ভিডিওর বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগে মামলা হয়েছে। এ ব্যাপারে কুসুম বলেন, গানটিতে কোনো শয্যাদৃশ্য কিংবা চুম্বনের দৃশ্য নেই। তবে মিউজিক ভিডিওতে সুইমিং পুলের দৃশ্য কিংবা কয়েকটি স্বাভাবিক অন্তরঙ্গ দৃশ্য থাকলেও সেগুলোকে অশ্লীল অথবা বেআইনি হয়েছে মনে করেন না তিনি। সম্প্রতি কুসুম শিকদারের নিজের লেখা এবং গাওয়া গানের মিউজিক ভিডিও নেশার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগে রোববার ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কুসুম শিকদারসহ আরো ছয়জনকে আসামি করা হয়েছে। এর আগে আগস্ট মাসে গানটি রিলিজ হবার পরই অশ্লীলতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান একজন আইনজীবী। কুসুম দাবি করেছেন, বাংলাদেশ আইন মেনেই গানের দৃশ্যায়ন বা শুটিং করা হয়েছে এবং নিয়ম মেনেই সেটি ইউটিউবের বঙ্গবিডি নামক চ্যানেলে প্রচার করা হয়েছে। মামলা বিষয়ে তিনি এখনো আদালতের কোনো নোটিশ পাননি। গণমাধ্যম দেখে জেনেছেন। এর আগে লিগ্যাল নোটিশ পেয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দিয়েছিলেন। এখন যেহেতু মামলা হয়ে গেছে, ফলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monir Zaman ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৩ এএম says : 0
যাদের শালীনতাই নাই তারা অশ্লীলতার কি বুঝবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন