গুঞ্জণ উঠেছে পপসংগীত শিল্পী মিলার ডিভোর্স হয়ে গেছে। এ নিয়ে বিভিন্ন অনলাইনে সংবাদও হয়েছে। তবে ডিভোর্সের বিষয়টি স¤পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন মিলা। মিলা বলেন, ডিভোর্সের খবর পুরোপুরি মিথ্যা। আমার স্বামীর সঙ্গে কোনো ডিভোর্স হয়নি। তবে পারভেজের সঙ্গে বেশ কদিন ধরেই মন কষাকষি চলছে। যেটি তিনি দা¤পত্য জীবনের একটি অংশ। মিলা বলেন, বিয়ের পরপরই দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। প্রায়ই ঝগড়া হয়। একপর্যায়ে পারভেজের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নেই। পরে পরিবারের হস্তক্ষেপে মামলা করিনি। তিনি বলেন, আমি চেষ্টা করছি দা¤পত্য জীবনে কলহ মিটিয়ে ফেলতে। আমার স্বামী এবং আমি নিজেদের দিক থেকে সেক্রিফাইস করছি। আমাদের মধ্যে আলোচনা চলছে কীভাবে একসঙ্গে থাকতে পারি। উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের স¤পর্ক ছিল। এ বছরের ১২ মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান স¤পন্ন হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন