১৯৯৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১ বছর মেয়াদী ফাইন এন্ড পারফমির্ং আর্ট প্রকল্পের মাধ্যমে রাজবাড়ীতে স্থানীয় ৪০ জন লোক নিয়ে যাত্রা শুরু করে অ্যাক্রোবেটিক দল। কোরীয়ার ২ জন দক্ষ প্রশিক্ষকের কঠোর পরিশ্রমে তৈরী হয় ৪০ জন অ্যাক্রোবেটিক শিল্পী। কয়েক বছর কার্যক্রম বন্ধ থাকার পরে ২০০১ সালে ৬ মাস মেয়াদী প্রকল্পে চীনের ২ জন প্রশিক্ষক উক্ত ৪০ জন শিল্পীকে প্রশিক্ষণ প্রদান করেন। অক্টোবর ২০০১ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর প্রচেষ্টায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একডেমি অ্যাক্রোবেটিক দল নামে নতুনভাবে যাত্রা শুরু করে। ২০১২ সাল থেকে শুরু হয়ে প্রথম ধাপে প্রদর্শনীর মাধ্যমে ৬৪ জেলায় এবং পরবর্তীতে ৪৮৯টি উপজেলায় এই অ্যাক্রোবেটিক শিল্পকে পৌছে দেয়া হয়েছে দেশের সাধারণ মানুষের কাছে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপচেপড়া উপস্থিতিতে বোঝা গেল শারিরীক কষরতের এই শিল্পী মানুষের মন জয় করতে পেরেছে। কিন্তুু নতুন শিল্পী তৈরী না হলেতো, এই শিল্প হারিয়ে যাবে। তাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিশু অ্যাক্রোবেটিক শিল্পী তৈরীর উদ্যোগ গ্রহণ করেন। উক্ত উদ্যোগের ধারাবাহিকতায়, ২০১৭ সালে একজন দলীয় প্রধানসহ দশ জন শিশু অ্যাক্রোবেটিক প্রশিক্ষণার্থীসহ মোট ১১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। দল প্রধান মোঃ জালাল উদ্দিন, প্রশিক্ষণার্থী কেয়া আক্তার পাখি, খুশি আক্তার খুকু, মোসাম্মৎ রিয়া খাতুন, ফারজানা ইয়াসমিন, মোঃ আমিন মন্ডল, খন্দকার রাকিবুল ইসলাম, মোহাম্মদ মুন্না হোসেন, সাকিব খান, গাজী হাফিজুর এবং মোঃ ফয়সাল হোসেইন। আগামী অক্টোবর মাসে ১১ দস্যবিশিষ্ট দলটি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ২০১৬-২০১৭ সালে প্রশিক্ষণ প্রাপ্তদের স্বাগত এবং ২০১৭-২০১৮ সালের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিদায় উপলক্ষে সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক শিল্প নিয়ে বিগত কয়েক বছরের কার্যক্রমের উপর নির্মিত একটি ভিডিও প্রেজেন্টেশান দেখানো হয় এবং আলোচনা ও প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের কয়েকটি পরিবেশনা উপস্থাপন করা হয়। এছাড়া বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে চায়না থেকে আগত ৯ সদস্য বিশিষ্ট অ্যাক্রোবেটিক দল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ সদস্যের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৩০টায় চায়না দূতাবাস ঢাকায়, ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ে এবং ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন