শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন সংগঠন সবাইকে নিয়ে কাজ করবে -ওমর সানি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চলচ্চিত্রে নতুন সংগঠন করা নিয়ে ওমর সানি বলেছেন, চলচ্চিত্র শিল্পী, পরিচালক এবং সব কলাকুশলীদের সম্মিলিত প্ল্যাটফর্ম হবে এ সংগঠন। দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষার জন্যই এ সংগঠনটি কাজ করবে। চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ১৮টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম চলচ্চিত্র পরিবার নামে একটি সংগঠন থাকার পরও কেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে নতুন সংগঠন করা হচ্ছে- এমন প্রশ্নে ওমর সানী বলেন, আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নাই। একটি সংগঠন থাকলে যে আরেকটি সংগঠন গড়ে উঠতে পারবে না, এমনও নয়। তিনি বলেন, নতুন সংগঠনে সবাইকে নিয়েই কাজ করবো। এখানে চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক সাহেব, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, আবদুল লতিফ বাচ্চুকে যেমন চাই, মিশা সওদাগর-জায়েদ খানকেও সঙ্গে চাই। সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের স্বার্থেই একসঙ্গে কাজ করতে চাই। তিনি বলেন, আমরা এমন একজনকে দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা করবো যাকে সবাই শ্রদ্ধা করেন। যার মুখের হাসি দেখলে চলচ্চিত্র পরিবারের সবাই শ্রদ্ধায় নত হই। এমন ব্যক্তির হাত ধরেই নতুন সংগঠনের যাত্রা শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন