গায়িকা টেইলর সুইফ্টের হালচালের খবর ঠিকই রাখেন তার এক সময়ের প্রেমিক অভিনেতা জেক জিলেনহাল।
বস্টন ম্যারাথন বোমা আক্রমণ থেকে রক্ষা পাওয়া জেফ বম্যানের প্রশ্নের মুখোমুখি হবার সময় তাই মনে হয়েছে। প্রশ্নটা ছিল বাস্তবে জেক যদি জেফের মত পা হারাতেন তাহলে টেইলর তাকে নিয়ে গান লিখতেন কী না। জেকের পাল্টা প্রশ্ন ছিল ‘তাকে নিয়ে না কী তার পা হারানো নিয়ে’।
বম্যান উত্তর দেন, “আপনার জন্য। কোনও একটি কান্ট্রি সঙের মধ্যে।” বিষয়টি পাশ কাটাবার জন্য জেক বলেন, “সে তো এখন পপ গান গায়।” উল্লেখ্য সুইফ্ট প্রথম দিকে কান্ট্রি সঙ গেয়েই খ্যাতি লাভ করেন।
জেফ অবশ্য থেমে থাকেননি। তিনি জেকের সঙ্গে রসিকতা চালিয়ে যান। একসময় বলেন, রায়ান রেনল্ডস তার ভূমিকায় অভিনয় করেনি বলে তিনি কিছুটা দুঃখ পেয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয় সেই ভাল করত।”
জেফের জীবন নিয়ে ডেভিড গর্ডন পরিচালিত ‘স্ট্রঙ্গার’ ফিল্মটি ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। জেক তার ভূমিকায় অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন