শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পী কনক দত্তের অ্যালবাম রং দে

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: লেজার ভিশন-এর ব্যানারে প্রকাশিত হয়েছে শিল্পী কনক দত্তের অ্যালবাম রং দে। অ্যালবামটিতে পূজা, মেলোডি ও ফোক ধারার ৮টি গান রয়েছে। আনিসুল ইসলাম, দেলোয়ার আরজুদা শরাফ, সরকার মালেক, গৌতম দত্ত, লালন শাহ্ ও কনক দত্তের কথায় অ্যলবামটির সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী কনক দত্ত বলেন, এটি আমার প্রথম একক অ্যালবাম। শৈশব থেকেই গানের সাথে সম্পৃক্ত ছিলাম এবং রবীন্দ্র সংগীত ও শাস্ত্রীয় সংগীতের উপর বিভিন্ন গুরুর কাছে সংগীতের উপর শিক্ষা গ্রহণ করি। আমার সব ধরনের গান করতে ভাল লাগে, তারই ধারাবাহিকতায় আমার এই অ্যালবামটি। এই অ্যালবামটিতে শ্রোতা-দর্শকরা বিভিন্ন ধরনের গান উপভোগ করতে পারবেন। গানগুলো আপনাদের সবার ভাল লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন