স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন নির্মাতা ভিকি জাহেদ। দর্শকদের কাছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জনপ্রিয় করে তোলার পেছনে তার বিশেষ ভ‚মিকা রয়েছে। কয়েক বছরে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ এই নির্মাতা। মোমেন্টস, অবিশ্বাস, মায়া, দেয়াল, অক্ষর, দূরবীন, বীর, রূপ ও আলোর সাফল্যের ধারাবাহিকতায় ভিকির এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হিরো’। সম্প্রতি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। বরাবরের মতো এই নির্মাতা নতুন গল্পটাও অন্যগুলোর চেয়ে আলাদা। এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এবারের চলচ্চিত্রে আমি এমন কজন হিরোর গল্প বলেছি, যে কিনা আমাদের প্রত্যেকের মাঝে অবস্থান করে কিন্তু খুব সহজে সামনে আসে না। আর এই হিরো যখনই সামনে এসেছে, তখনই পুরো সমাজ ব্যবস্থার ভীত নাড়িয়ে দিয়েছে। এই হিরো সিনেমার হিরো নয়, এ বাস্তবের অর্থাৎ সত্যিকারের হিরো! প্রকাশের পর দর্শকের অনেক সাপোর্ট পাচ্ছি’।‘দ্য হিরো’তে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া খানম ও চলচ্চিত্রাভিনেতা সাগর আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন